বানিয়াচংয়ে শিশুকে ধর্ষণ : অভিযুক্ত কিশোর গ্রেফতার
হবিগঞ্জ সংবাদদাতা
হবিগঞ্জের বানিয়াচংয়ে এক শিশুকে ধর্ষণের অভিযোগে এক কিশোর (১৭) কে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (২৩ আগস্ট) রাতে হবিগঞ্জের আজমিরিগঞ্জ থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে মঙ্গলবার সংবাদ সম্মেলন করে জানিয়েছেন হবিগঞ্জের পুলিশ সুপার এসএম মুরাদ আলী।
গত ২১ আগস্ট বিকেলে বানিয়াচংয়ে এই ধর্ষণের ঘটনা ঘটে বলে জানান পুলিশ সুপার।
সংবাদ সম্মেলনে তিনি জানান- ধর্ষণের শিকার শিশুর (৬) বাবা একজন রিকশা চালক। বাবা-মা বাড়িতে না থাকার সুযোগে অভিযুক্ত কিশোর ওই শিশুকে নিজের ঘরে নিয়ে ধর্ষণ করে। পরে চিৎকার শুনে শিশুটির মা এসে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করেন। এসময় অভিযুক্ত কিশোর পালিয়ে যায়।
পরে শিশুটিকে অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয় এবং শিশুর বাবা বাদী হয়ে হবিগঞ্জ থানায় মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর সোমবার অভিযুক্ত কিশোরকে আজমিরিগঞ্জ উপজেলার জলসুখা থেকে গ্রেফতার করে পুলিশ।
অভিযুক্তে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে বলে জানান এসপি।