জাতীয় দলে ডাক পাওয়ার দিনে আতিকুজ্জামানের গোল
স্পোর্টস রিপোর্টার
প্রিমিয়ার লিগে মোহামেডান স্পোর্টিং ক্লাব পারেনি প্রত্যাশিত আলো ছড়াতে। কিন্তু দলটির রক্ষণে মোহাম্মদ আতিকুজ্জামানের পারফরম্যান্স মনে ধরেছে জাতীয় দলের কোচ জেমি ডের। ২১ বছর বয়সী এই ডিফেন্ডারকে কোচ রেখেছেন কিরগিজস্তানের টুর্নামেন্টের জন্য দেওয়া ২৩ জনের দল। এমন দিনটি আতিকুজ্জামান রাঙিয়েছেন মোহামেডানের জয়ে গোল করে।
বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে মঙ্গলবার মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রকে ২-০ গোলে হারায় মোহামেডান। প্রথমার্ধের এক পর্যায়ে তিন মিনিটের মধ্যে দুই গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় শন লেনের দল। ৩০তম মিনিটে ক্যামেরুনের ফরোয়ার্ড ইয়াসান উয়াটচিং দলকে এগিয়ে নেওয়ার পর ৩৩তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন আতিকুজ্জামান।
একই সময়ে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ পুলিশ এফসিকে ২-০ গোলে হারায় সাইফ স্পোর্টিং। ২৯তম মিনিটে জন ওকোলি এক ডিফেন্ডারকে কাটিয়ে বক্সে কাট ব্যাক করার পর পেয়ে যান ফয়সাল আহমেদ ফাহিম। ফাঁকায় থাকা এই ফরোয়ার্ড দারুণ শটে জাল খুঁজে নেন।
দ্বিতীয়ার্ধের শেষ দিকে ব্যবধান দ্বিগুণের সঙ্গে জয়ও নিশ্চিত করে নেয় সাইফ স্পোর্টিং। ইয়াসিন আরাফাতের ক্রস হেডে লক্ষ্যভেদ করেন নাইজেরিয়ান ইকেচুকু কেনেথ। বলের লাইনে থাকলেও গোলরক্ষক আরিফুজ্জামান হিমেল আটকাতে পারেননি।
২৩ ম্যাচে ৪৩ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে মোহামেডান। এক ম্যাচ কম খেলা সাইফ স্পোর্টিং ৪১ পয়েন্ট নিয়ে আছে পঞ্চম স্থানে।
দশম হারের তেতো স্বাদ পাওয়া পুলিশ এফসি ২৫ পয়েন্ট নিয়ে অষ্টম এবং ২৩ ম্যাচে দ্বাদশ হারে ১৯ পয়েন্ট নিয়ে মুক্তিযোদ্ধা সংসদ ১৯ পয়েন্ট নিয়ে আছে দশম স্থানে।