পাইকগাছায় সড়কের অবৈধ স্থাপনা উচ্ছেদ ও ফুটপাত দখল মুক্ত
পাইকগাছা সংবাদদাতা
মো. মনিরুল ইসলাম, পাইকগাছা (খুলনা) থেকে : খুলনার পাইকগাছা পৌরসভার প্রধান সড়কের দু’পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ ও পৌর বাজারের ফুটপাত দখল মুক্ত করা হয়েছে।
সোমবার (২৩ আগস্ট) দিনভর অভিযান চালিয়ে সড়কের পাশের বিভিন্ন প্যানা, সাইনবোর্ড ও বেঞ্চ’সহ সবধরণের অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং পৌর বাজারের চাপট্টি থেকে শুরু করে সবজি বাজার হয়ে বাজার চৌ-রাস্তা মোড় পর্যন্ত সকল স্থাপনা অপসারণ করার মাধ্যমে ফুটপাত দখল মুক্ত করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম খালিদ হোসেন সিদ্দিকী।
এ সময় উপস্থিত ছিলেন- প্যানেল মেয়র শেখ মাহবুবুর রহমান রনজু, কবিতা দাশ, কাউন্সিলর আব্দুল গফফার মোড়ল, রাফেজা খানম ও ইমরান সরদার।