ভারতে গঠিত হলো তালেবান ক্রিকেট ক্লাব : নড়েচড়ে বসেছে বিশ্ব
স্পোর্টস রিপোর্টার
ভারতীয় লেখক ও সাংবাদিক তিমেরি এন মুরারির বই ‘দ্য তালেবান ক্রিকেট ক্লাব’ বেশ হইচই ফেলেছে। কিন্তু এ নামে যে সত্যি কোনো ক্রিকেট ক্লাব হতে পারে, তা ভেবেছে কে! ১৫ আগস্ট আফগানিস্তান আবার তালেবান শাসনের অধীন আসার পর এমন কিছু দেখা গেল ভারতের রাজস্থানে।
তালেবান বাহিনী কাবুল দখলের পর নড়েচড়ে বসেছে বিশ্ব। সরকার গঠনের পথে তারা এরই মধ্যে নতুন দুজন মন্ত্রী ও গোয়েন্দা প্রধানের নাম ঘোষণা করেছে।
বিশ্বব্যাপী এ নিয়ে আলোচনার ঢেউ গিয়ে লেগেছে ভারতের আঞ্চলিক ক্রিকেটেও। ওড়িয়া ভাষার সংবাদমাধ্যম ‘সম্বাদইংলিশ’ জানিয়েছে- জয়সলমির জেলার ভানিয়ানা গ্রামে আয়োজিত স্থানীয় এক ক্রিকেট টুর্নামেন্টে অংশ নেয় তালেবান ক্লাব নামের একটি দল। এ নিয়ে বিতর্ক তৈরি হলে ব্যবস্থা নেয় আয়োজক কমিটি।
টুর্নামেন্ট আয়োজক কমিটির এক সদস্য সংবাদমাধ্যমকে জানান- প্রথম ম্যাচের পর তালেবান ক্রিকেট ক্লাবকে টুর্নামেন্ট থেকে বাদ দেয়া হয়েছে। এই দল ও দলের খেলোয়াড়দের নিষিদ্ধ করা হয়েছে।
অনলাইন স্কোরিং ব্যবস্থার কারণে দলের নাম খেয়াল করতে না পারায় ক্ষমা চেয়েছেন সেই আয়োজক কমিটির সদস্য। ‘সম্বাদইংলিশ’ জানিয়েছে- ওই অঞ্চলে সংখ্যালঘু জনগোষ্ঠীর বসবাস।
এ নিয়ে টুর্নামেন্ট আয়োজক কমিটির সদস্য ইসমায়েল খান বলেন- ‘তালেবান নামের দলটি ভুলে অংশ নিয়েছে। টুর্নামেন্ট থেকে তাদের বাদ দেয়া হয়েছে।’