করোনা আক্রান্ত বৃদ্ধাকে রক্তের প্লাজমা দিলেন ওসি শ্যামল বণিক
স্টাফ রিপোর্টার
সিলেটের ওসমানীনগর থানার ওসি শ্যামল বণিক বিভিন্ন মানবিক কর্মকাণ্ড দ্বারা সাধারণ মানুষের প্রশংসা কুড়াচ্ছেন। এবার একজন করোনা আক্রান্ত বৃদ্ধাকে রক্তের প্লাজমা দিয়ে প্রসংসা কুড়িয়েছেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মাধ্যমে জানতে পারেন সিলেটের কানাইঘাটে করোনা আক্রান্ত একজন বৃদ্ধার প্লাজমা প্রয়োজন।
বিষয়টি জানতে পেরে তিনি হাসপাতালে ছুঁটে গিয়ে প্লাজমা প্রদান করেন। প্লাজমা গ্রহণকারী বৃদ্ধা কানাইঘাটের ভাউরভাগ গ্রামের শওকত আলীর স্ত্রী। ওসির শরীর থেকে প্লাজমা পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন রোগীর পরিবার।
উল্লেখ্য, ওসি শ্যামল বণিক কিছুদিন পূর্বে স্বস্ত্রীক করেনা ভাইরাসে আক্রান্ত হয়ে কিছুদিনের মধ্যে সুস্থ হয়ে ওঠেন।
এ বিষয়ে ওসি শ্যামল বণিক বলেন- ফেসবুকের মাধ্যমে জানতে পারি করোনায় আক্রান্ত একজন বয়োবৃদ্ধার চিকিৎসার জন্য প্লাজমা দরকার। তাই দায়িত্ববোধ থেকে সময়ক্ষেপণ না করে হাসপাতালে গিয়ে প্লাজমা প্রদান করে নিজের দায়িত্ব পালন করি।