লাখাইয়ে মাদরাসার গাছ কর্তন : পরিদর্শনে ইউএনও
লাখাই সংবাদদাতা
হবিগঞ্জের লাখাই উপজেলায় ভরপূর্নী দাখিল মাদরাসার প্রায় অর্ধশত গাছ কর্তন ও একটি আধা পাকা ভবন নিয়ম বহির্ভূতভাবে ভেঙে ফেলার অভিযোগে সোমবার (২৩ আগস্ট) লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তা লুসিকান্ত হাজং ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এর আগে গাছ ও ভবনটির জায়গা ওয়াকফকৃত সম্পত্তি হওয়ায় এ নিয়ে ভরপুর্নী গ্রামবাসীর পক্ষে মাওলানা মো. মিজানুর রহমান ও আরো ২০ জন ব্যক্তি বাদী হয়ে লাখাই উপজেলা নির্বাহী অফিসারের নিকট লিখিত অভিযোগ দায়ের করেন।
জানা যায়- কিছুদিন আগে ভরপুর্নী গ্রামের বাসিন্দা মৃত আব্দুস শহীদের পুত্র মিয়া মো. আবদুল আমিন কিছু লোক নিয়ে গাছগুলি কেটে নেন। এ সময় মাদরাসাটির একটি আধা পাকা ভবন ভেঙে ফেলেন তারা। অভিযোগ আছে তার ব্যক্তিগত স্বার্থ রক্ষার্থে যথাযথ প্রক্রিয়া অবলম্বন না করে তিনি এ কাজ করেন। সরকারী নিয়মানুযায়ী ওয়াকফকৃত সম্পত্তির গাছ কর্তন কিংবা ভবন নির্মাণ ভাঙ্গা কিংবা অপসারণ’সহ যে কোন কাজ করতে ওয়াকফ প্রশাসক বরাবর এ বিষয়ের প্রস্তাব করতে হয়।
এ ব্যাপারে মো. আব্দুল আমিনের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান- তিনি মাদরাসা কমিটির সাধারণ সম্পাদক হিসেবে এলাকাবাসীর মতামত নিয়ে জনচলাচলের রাস্তার জন্য গাছ কেটেছেন।
এ বিষয়ে লাখাই উপজেলা নির্বাহী অফিসার লুসিকান্ত হাজং এর সাথে আলাপকালে তিনি জানান- অভিযোগের প্রেক্ষিতে বিষয়টি আমি সরেজমিনে পরিদর্শন করেছি। এ নিয়ে পরবর্তীতে সিদ্ধান্ত গ্রহন করা হবে।