ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক জুয়েল ২ দিনের রিমান্ডে
সময় সিলেট ডেস্ক
ছাত্রদলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সাইফ মাহমুদ জুয়েলসহ দুই নেতাকে দু’দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত। অপরজন হচ্ছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ছাত্রনেতা মোস্তাফিজুর রহমান রুমি। পুলিশের আবেদনের শুনানি শেষে মঙ্গলবার বিকেলে তাদেরকে দু’দিনের রিমান্ড মঞ্জুর করে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত। শেরে বাংলা নগর থানার একটি মামলায় তাদেরকে এ রিমান্ড আদেশ দেয়া হয়।
এর আগে সোমবার (২৩ আগস্ট) রাতে রাজধানীর যাত্রাবাড়ীর কাজলা এলাকা থেকে তাদেরকে আটক করে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। মঙ্গলবার বিকেলে তাদেরকে সিএমএম আদালতে হাজির করা হলে তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য দু’দিনের রিমান্ড মঞ্জুর করা হয়।
গত ১৭ আগস্ট ঢাকা মহানগর বিএনপি নবগঠিত কমিটির নেতারা দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা জানাতে গেলে পুলিশের সাথে সংঘর্ষ হয়। এ ঘটনায় শেরে বাংলা নগর থানায় পৃথক তিনটি মামলা হয়। এর একটি মামলায় ছাত্রদলের দুই নেতাকে রিমান্ডে নিয়েছে পুলিশ। যদিও ওই মামলায় সাইফ মাহমুদ জুয়েলের নাম নেই।
এ দিকে মঙ্গলবার দুপুরে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাংগঠনিক সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা মোস্তাফিজুর রহমান রুমীর নিঃশর্ত মুক্তির জোর দাবি জানান বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স।