জাতীয় সংগীত বিকৃত করে টিকটক করার অভিযোগ : ছাড়া পেল ৫ ছাত্র
সময় সংগ্রহ
পাঁচ শিক্ষার্থীর মধ্যে একজন নূর ইসলাম আলিফ (২৩), তিনি সারিয়াকান্দি ডিগ্রি কলেজের সম্মান দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। অপর চারজনের বয়স ১৮ বছরের নিচে।
পুলিশ জানায়- অনলাইনে প্রকাশ করা একটি টিকটক ভিডিও পুলিশ সদর দপ্তরের গণমাধ্যম ও জনসংযোগ শাখার নজরে আসে। তাতে দেখা যায়- কয়েকজন শিক্ষার্থী বগুড়ার সরকারি কোনো একটি প্রাথমিক বিদ্যালয়ে স্থাপিত শহীদ মিনারের সামনে দাঁড়িয়ে জাতীয় সংগীত বিকৃত ও ব্যঙ্গ করে পরিবেশন করছে। এরপর পুলিশ সদর দপ্তর সংশ্লিষ্ট শিক্ষার্থীদের খুঁজে বের করে দ্রুত ব্যবস্থা নিতে বগুড়া সদর থানার পুলিশকে নির্দেশ দেয়। ওই নির্দেশের আলোকে সদর থানার পুলিশের একটি দল সোমবার রাতে অভিযান চালিয়ে বিভিন্ন স্থান থেকে ওই পাঁচজনকে আটক করে।
পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক (গণমাধ্যম ও জনসংযোগ) মো. সোহেল রানা বলেন- জাতীয় সংগীত, জাতীয় পতাকা ও জাতীয় প্রতীকের যেকোনো অপপ্রচার চালানো অপরাধ। অনলাইনে এসবের অসম্মান প্রদর্শন করে যেকোনো ধরনের ভিডিও ধারণ এবং তা প্রচার করায় ডিজিটাল নিরাপত্তা আইনে শাস্তিযোগ্য অপরাধ।