অন্যান্য অধিবেশনের মতো এবারো সংসদে যেতে পারবেন না গণমাধ্যমকর্মীরা
স্টাফ রিপোর্টার
করোনাকালের অন্যান্য অধিবেশনের মতো এবারো জাতীয় সংসদের আসন্ন অধিবেশনে গণমাধ্যমকর্মীরা সংসদে গিয়ে সংবাদ সংগ্রহ করতে পারছেন না। বিগত অধিবেশনের মতো সংসদ টেলিভিশনের লাইভ দেখে তাদের সংবাদ সংগ্রহ করতে হবে।
বুধবার সংসদ সচিবালয়ের গণসংযোগ শাখার সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ (১ সেপ্টেম্বর) বিকাল ৫টায় একাদশ জাতীয় সংসদের চতুর্দশ অধিবেশন আহ্বান করেছেন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়- করোনা মহামারিজনিত ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে জনস্বার্থে অধিবেশনের সব কার্যক্রম ‘সংসদ বাংলাদেশ টেলিভিশন’-এর সরাসরি সম্প্রচার (লাইভ সম্প্রচার) থেকে কাভার করার জন্য সাংবাদিকদের প্রতি অনুরোধ জানানো যাচ্ছে। করোনা পরিস্থিতিতে অধিবেশনকালীন গণমাধ্যমের সম্মানিত সাংবাদিকদের পাস সরবরাহ করা সম্ভব হচ্ছে না।
প্রসঙ্গত ; করোনাকালীন অধিবেশনগুলো সংসদ ভবনে না গিয়ে টেলিভিশনে লাইভ দেখে সংবাদ সংগ্রহ করে আসছেন গণমাধ্যমকর্মীরা। গত বাজেট অধিবেশনেও এভাবেই তারা সংবাদ সংগ্রহ করেন। অবশ্য করোনার নেগেটিভ সনদ থাকা শর্তে বাজেট পেশ ও পাসের দিন সংসদ ভবনে প্রবেশের সুযোগ পেয়েছিলেন সাংবাদিকরা।