‘নীল ফেনিল’ —নির্মল এস পলাশ
সময় সাহিত্য
নীল ফেনিল
নির্মল এস পলাশ
যেতে চাই বহুদূর, অনেকটা পথ বাকি
সূর্যপানে নিস্পলক তাকিয়ে
সময়টা মেঘে মেঘে ঢেকেছে আঁধারে
কিছুদূর এগিয়েও রক্তিম, কাটে বিক্ষত।
প্রবল মুহূর্তে অবহেলা করছে
সূর্য, মেঘ, বৃষ্টি, আঁধার নিশীথ…
এত সুদীর্ঘ রাত সহজে ভোর হয়—
অশব্দের চাঁপায়।
রুদ্ধ হয়, স্বপ্নগুলো সহসা পাথুরে স্রোতে
নদীঢেউ আছড়ে পড়ে কূলে।
ভেঙে যায় হৃদয় বসতি
রাতবিরাতে ছড়ায়, বিহাগের করুণ সুর।
কুহকী প্রহরজুড়ে ব্যথার আরোহন,
প্রস্তরীভূত নিস্তব্ধতা।
অক্ষুণ্ন প্রয়াসে অপেক্ষা, সাথে সান্নিধ্য
সুনীল তরঙ্গে হয় মৃত্যুশীতল।
তবুও ব্যথার ঐশ্বর্য্যে খানিকটা সুখ
হৃদয়মাঝে সেই স্পর্শ অবশ
সেখানে আজ ব্যথাসমাহার
তবুও স্পর্শ, একটা অনুভবের
তবে কেনো, মন এক নীল ফেনিল।