শোক দিবসে বাংলাদেশ ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
সময় সিলেট ডেস্ক
জাতীয় শোক দিবসে বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে ২৬ আগস্ট সকাল ৯ টায় নিবাস ও ব্যাংক চত্বরে ফলজ বনজ এবং ঔষধি গাছ লাগিয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোঃ আবুল বশর। বৃক্ষরোপণ শেষে তিনি রোপিত গাছগুলোর যথাযথ পরিচর্যা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের কর্মকর্তাদের নির্দেশ দেন। এসময় মহাব্যবস্থাপক মোঃ আবুল কালাম ও মোঃ সিরাজুল ইসলাম, উপমহাব্যবস্থাপক খালেদ আহমদ, নৃত্য রঞ্জন দত্ত পুরকায়স্থ, এ,টি,এম আব্দুল্লাহ, মোঃ আতিকুর রহমান, কালিপদ রায়, জাবেদ আহমদ, সফিকুল ইসলাম, বৃক্ষরোপণ উপ কমিটির সদস্য সচিব প্রসুন কান্তি সামন্ত, বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের সেক্রেটারি ও কনিকসের সভাপতি মোঃ আব্দুল কাইয়ুম, বঙ্গবন্ধু পরিষদের যুগ্ম সম্পাদক ও অফিসার্স কাউন্সিলের সম্পাদক রাজেশ্বর ভট্টাচার্য্য, কনিকস সেক্রেটারি রণজিৎ চন্দ্র মালাকার, সিবিএর সভাপতি মোঃ আজিজুর রহমান, সেক্রটারী আব্দুল ওয়াদুদ মোঃ আলমগীর, কর্মচারী সংঘের কেন্দ্রীয় সহসভাপতি কামরুল হোসেন সরকার, আঞ্চলিক কমিটির সভাপতি মোঃ নেছার আহমদ, কার্যকরী সভাপতি মোঃ আক্কাছসহ বিপুল সংখ্যক কর্মকর্তা কর্মচারী উপস্থিত ছিলেন। নির্বাহী পরিচালক মোঃ আবুল বশর একইদিন বাংলাদেশ ব্যাংক স্কুলেও বৃক্ষরোপণ করেন।