শনিবার আট ঘণ্টা সিলেটের ২১ এলাকায় বিদ্যুৎ থাকবে না
স্টাফ রিপোর্টার
উন্নয়ন প্রকল্পের কাজের জন্য সিলেট নগরীর ২১টি এলাকায় শনিবার (২৮ আগস্ট) সকাল থেকে টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না।
বৃহস্পতিবার (২৬ আগস্ট) বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো)-১ এর পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এই জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়- ২৮ আগস্ট (শনিবার) সকাল ৬টা থেকে বেলা ২টা পর্যন্ত সিলেট মহানগরীর ১১ কেভি ওসমানী মেডিকেল ফিডারের আওতাধীন ভাতালিয়া, নোয়াপাড়া, উদ্যম আবাসিক এলাকা, লামাবাজার, রিকাবীবাজার, দরগাহ মহল্লা, মধুশহীদ, মুন্সিপাড়া, কাজলশাহ, পুলিশ লাইন, ওসমানী মেডিকেল রোড ও শাপলার গলি, নবাব রোড, বর্ণমালা পয়েন্ট, মণিপুরি বস্তি, সাগরদিঘিরপাড়, প্রেসক্লাব, সুবিদবাজার (আংশিক), কেওয়াপাড়া, মিরের ময়দান ও বাংলাদেশ বেতারসহ আশপাশ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
নির্ধারিত সময়ের পূর্বে কাজ শেষ হলে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সরবরাহ চালু করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।