যদি যোগ্য হই তবে মূল্যায়ন করবেন: শফি আহমেদ চৌধুরী
স্টাফ রিপোর্টার
সিলেট-৩ আসনের উপ-নির্বাচনে স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী সাবেক এমপি শফি আহমেদ চৌধুরী বলেন- এই আসনের উপ-নির্বাচনে যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন, তাঁদের মধ্যে আমি যদি যোগ্য হই, দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জবাসীর জন্য কিছু করে থাকি তবে আগামী ৪ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য উপ-নির্বাচনে আপনারা আমাকে মূল্যায়ন করবেন।
তিনি আরও বলেন- একটি বিয়ের অনুষ্ঠান হলেও উভয় পক্ষ পাত্র এবং পাত্রীর যোগ্যতা মূল্যায়ন করেন। নির্বাচন হচ্ছে সেরকম একটি অনুষ্ঠান। এখানেও যোগ্যতার মাপকাঠিতে ভোটাররা একজন যোগ্য প্রার্থী নির্বাচন করে থাকেন। আমি বিগত তিন যুগ ধরে দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জবাসীর পাশে রয়েছি। এই অঞ্চলের মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে কাজ করছি। এই অঞ্চলের ঘরে ঘরে গ্যাসের সুবিধা পৌঁছে দিতে চাই।
জীবনের শেষ নির্বাচন উল্লেখ্য করে শফি আহমেদ চৌধুরী দলমতের ঊর্ধ্বে উঠে তাঁকে মটর গাড়ি (কার) মার্কায় ভোট দিয়ে নির্বাচিত করার আহ্বান জানান।
বৃহস্পতিবার (২৬ আগস্ট) শফি আহমেদ চৌধুরী দক্ষিণ সুরমার মোগলাবাজারে এক নির্বাচনী সভায় বক্তৃতাকালে এই আহ্বান জানান। এর আগে তিনি জালালপুর ইউনিয়নের আনিলগঞ্জ বাজার, হাজীগঞ্জ বাজার এবং দাঊদপুর ইউনিয়নের বিভিন্নস্থানে গণসংযোগ করেন। রাতে শফি আহমদ চৌধুরী বালাগঞ্জের পূর্ব গৌরিপুর ইউনিয়নে এবং দক্ষিণ সুরমার লালাবাজারে আরো দুটি মতবিনিময় সভায় বক্তব্য রাখেন।
এ সময় তার সাথে এলাকার বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি, যুব সমাজ’সহ সর্বস্তরের লোকজন উপস্থিত ছিলেন।