লাখাইয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা
লাখাই সংবাদদাতা
হবিগঞ্জের লাখাইয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুটি প্রতিষ্ঠান ও ৪ ব্যক্তিকে ১২ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ অগাস্ট) উপজেলার বামৈ ও মোড়াকরি বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে বামৈ বাজারে একটি বেকারিতে অপরিচ্ছন্ন পরিবেশে খাবার প্রস্তুত ও খাবারে অস্বাস্থ্যকর রং ব্যবহার করার দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৫ হাজার টাকা, বামৈ বাজারে ফুটপাত দখল করে দোকানের মালামাল রাখার দায়ে ৪ জনকে ৫ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। এছাড়া মোড়াকরি বাজারে একটি মিষ্টির দোকানে অপরিচ্ছন্নভাবে দই সহ অন্যান্য খাবার সংরক্ষণ করার দায়ে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লুসিকান্ত হাজং এবং সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রুহুল আমিন।