২১ আগস্টের গ্রেনেড হামলার প্রতিবাদে ম্যানচেস্টার সিটি আ.লীগের আলোচনা সভা
বিশেষ সংবাদদাতা
শেখ জাফর আহমদ, ম্যানচেস্টার (যুক্তরাজ্য) থেকে : গত বুধবার (২৫ আগস্ট) যুক্তরাজ্যের ম্যানচেস্টার সিটি আওয়ামীলীগের উদ্যোগে ২০০৪ সালের ২১শে আগস্ট, বাংলাদেশ আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত জনসভায়, ভয়াবহ গ্রেনেড হামলায় জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবিতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সংগঠনের সভাপতি ওয়েছ কামালীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শেখ জাফর আহমদের সঞ্চালনায় সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন আব্দুল হান্নান। পরে পচাত্তরের ১৫ই আগস্ট, ২০০৪ সালের ২১শে আগস্ট এবং স্বাধীকার আন্দোলন থেকে শুরু করে ৭১ এর মুক্তিযুদ্ধে নিহত সকল শহীদদের রুহের মাগফেরাত ও বিদেহী আত্নার প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- গ্রেটার ম্যানচেস্টার আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব সুরাবুর রহমান, প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন- গ্রেটার ম্যানচেস্টার আওয়ামী লীগের সাধারন সম্পাদক এডভোকেট মীর গোলাম মোস্তাফা। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- সৈয়দ মাহমুদুর রহমান।
সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন- ম্যানচেস্টার সিটি আওয়ামী লীগের অন্যতম নেতা, প্রবীন আওয়ামী লীগার, কমিউনিটির ব্যক্তিত্ব গনী চৌধুরী, ম্যানচেস্টার সিটি আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল হান্নান, সর্ব ইউরোপ বঙ্গবন্ধু পরিষদ নর্থ রিজিওনের সহ-সভাপতি তুলসী ভৌমিক, সাংগঠনিক সম্পাদক আব্দুল হান্নান, বঙ্গবন্ধু পরিষদ গ্রেটার ম্যানচেস্টার শাখার সহ-সভাপতি সাব্বির চৌধুরী পাপ্পু, ম্যানচেস্টার সিটি আওয়ামীলীগের অন্যতম নেতা সৈয়দ ইমরান হোসেন, ওল্ডহ্যাম যুবলীগের সভাপতি সাংবাদিক সৈয়দ সাদেক আহমদ, ম্যানচেস্টার সিটি আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল কাহার রাসেল, যুগ্ম-সাধারণ সম্পাদক ইবরাহীম খলিল ইবু, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর হোসেন, উবায়দুর রহমান বকুল, প্রচার সম্পাদক মুহিবুর রহমান, মানবাধিকার সম্পাদক নুরুল ইসলাম, সহ-দপ্তর সম্পাদক কয়েছ কামালী, আযম চৌধুরী, ম্যানচেস্টার সেচ্চাসেবক লীগের সভাপতি আমিনুল হক অয়েছ, সাধারণ সম্পাদক ফয়জুল হক জুয়েল’সহ অন্যান্য নেতৃবৃন্দ।
সভায় বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন- ১৫ই আগস্ট এবং ২১ শে আগস্ট একি সুঁতায় গাথা, একে অপরের সমান্তরাল। জিয়া পরিবারের নীল নকশা এবং রাষ্ট্রীয় যন্ত্র ব্যবহার করে সু-পরিকল্পিত হামলা। এ সময় বক্তারা ভয়াল এই হামলার সাথে জড়িত সকল দুস্কৃতিকারীদের সর্বোচ্চ বিচাররে দাবী জানান।