আল্লামা জুনায়েদ বাবুনগরী রহ. স্মরণে ওমান জমিয়তের আলোচনা ও দোয়া মাহফিল সম্পন্ন
বিশেষ সংবাদদাতা
হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় আমির, বরেণ্য শায়খুল হাদীস, কারানির্যাতিত মজলুম জননেতা আল্লামা হাফিজ জুনায়েদ বাবুনগরী রহ. স্মরণে জমিয়তে উলামায়ে ইসলাম ওমান কেন্দ্রীয় কমিটির উদ্দোগে ভার্চ্যুয়াল আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার (২৬ আগস্ট) বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টা থেকে অনলাইন জুম এপ্সে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন- ওমান জমিয়ত সভাপতি মাওলানা রশিদ আহমদ। পরিচালনা করেন- ওমান জমিয়ত সাধারণ সম্পাদক মাওলানা আবদুল হালীম সাতবাকী এবং মিডিয়া সঞ্চালনায় ছিলেন- মাওলানা হাফিজ মুখলিছুর রাহমান চৌধুরী।
ওমান জমিয়তের সহ-অর্থ সম্পাদক মাওলানা ক্বারী এখলাছুর রাহমানের কালামুল্লাহ’র তেলাওয়াতে মাধ্যমে সূচিত এই সভায় স্বাগত বক্তব্য রাখেন- ওমান জমিয়তের প্রধান উপদেষ্টা মাওলানা মুতিউর রাহমান সাদী।
ভার্চ্যুয়াল আলোচনা সভা ও দোয়া মাহফিল ইউরোপ, ইউকে, সৌদি আরব, কাতার, মালয়শিয়া, আরব আমিরাত, স্পেন, পর্তুগাল, মালদ্বীপ’সহ বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত বাংলাদেশী প্রবাসী নেতৃবৃন্দ অংশ গ্রহণ করেন। নেতৃবৃন্দ আল্লামা জুনায়েদ বাবুনগরী রহ. এর বর্নাঢ্য জীবনের অনুস্মরণীয় বিভিন্ন দিক নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।
আলোচনা পেশ করেন- জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সহকারী মহাসচিব, ইউকে জমিয়তের সভাপতি প্রিন্সিপাল মাওলানা শুয়াইব আহমেদ, হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা মীর ইদ্রিস, জমিয়তে উলামায়ে ইসলাম ইউরোপের মহাসচিব মাওলানা মুফতি মওসুফ আহমদ, সৌদি আরব জমিয়তের জয়েন্ট সেক্রেটারি মাওলানা আব্দুল মুকছিত, ইউকে জমিয়তের সেক্রেটারি মাওলানা সৈয়দ তামিম আহমদ, রিয়াদ মহানগর জমিয়তের জয়েন্ট সেক্রটারী মাওলানা আলীনূর, আরব আমিরাত জমিয়তের সভাপতি মাওলানা জহিরুল ইসলাম দরবস্তি, কাতার জমিয়ত নেতা মাওলানা আব্দুল মতিন জালালি, কাতার জমিয়তের সেক্রেটারি মাওলানা আবু আফিফা আতিকুর রহমান, ইউরোপ জমিয়ত নেতা আলহাজ্ব জামিল বদরুল, ওমান জমিয়তের সহ-সভাপতি মাওলানা আরশাদ বিন ফরিদ, মাওলানা হোসাইন আহমদ, ইউকে জমিয়তের সাংগঠনিক সম্পাদক মাওলানা হফিজ সৈয়দ নাঈম আহমদ, আরব-আমিরাত জমিয়তের সহ-সভাপতি মাওলানা জাবের জুলফিকার, ইউরোপ জমিয়তের প্রচার সম্পাদক মাওলানা হাফিজ মুখলিছুর রাহমাম চৌধুরী, জমিয়ত নেতা মাওলানা বদরুল হক শাহবাগী, ছাত্র জমিয়ত বাংলাদেশ সুনামগঞ্জ জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক মাওলানা হাফিজ তোয়াহা হোসাইন প্রমুখ।
তাছাড়া আল্লামা বাবুনগরী রহ. স্মরণে তারানা পরবেশন করেন সৌদি আরব জমিয়ত নেতা মাওলানা আরিফ রাব্বানী।
এ সময় উপস্থিত ছিলেন- কাতার জমিয়তের সভাপতি মাওলানা জসিম উদ্দিন, কাতার জমিয়তের সহ-সভাপতি মাওলানা আবদুস শহিদ জমিয়তী, আরব আমিরাত জমিয়তের সহ-সভাপতি হাফিজ বুরহান উদ্দিন, আরব আমিরাত জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা হাফিজ মাসউদ আজহার, সাংগঠনিক সম্পাদক মাওলানা বদরুল ইসলাম, কাতার জমিয়ত নেতা মাওলানা মুফিজুর রাহমান, মাওলানা আমির উদ্দিন, মাওলানা মুকাররম হোসাইন, মাওলানা ইকবাল হোসাইন, মাওলানা হোসাইন আহমদ চৌধুরী, মাওলানা রহমত উল্লাহ্, মাওলানা আমজাদ হোসাইন, পর্তুগাল জমিয়ত নেতা মাওলানা আবদুল ফাত্তাহ, ইউরোপের বিশিষ্ট ইসলামী ব্যক্তিত্ব মাওলানা নাজমুল ইসলাম, জমিয়ত নেতা মাওলানা আবদুস শহিদ, জমিয়ত নেতা মাওলানা রুহুল আমীন, মালদ্বীপ জমিয়ত নেতা মাওলানা জাকারিয়া আহমদ, ওমান জমিয়তের সহ-সভাপতি মাওলানা রেজাউল করিম রেজা, মাওলানা আশিকুল ইসলাম উমেদনগরী, ওমান জমিয়তের যুগ্ম-সাধারণ সম্পাদক মাওলানা জাহিদ নাছির চৌধুরী, মাওলানা হাফিজুর রাহমান, ওমান জমিয়তের সহ-সাধারণ সম্পাদক আবু সালেহ মুহাম্মদ মিছবাহ, ওমান জমিয়তের সাংগঠনিক সম্পাদক মাওলানা মুহাম্মদ উল্লাহ আল-হাসান, ওমান জমিয়ত নেতা মাওলানা হারুন রশীদ, বিশিষ্ট সামাজিক ব্যক্তিত্ব, সৌদি আরব প্রবাসী জাফর আহমদ ও হাফিজ আব্দুস শহিদ প্রমুখ।