সিলেট জেলা জমিয়তের শপথ গ্রহন অনুষ্ঠান সম্পন্ন
সংবাদ বিজ্ঞপ্তি
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ সিলেট জেলা শাখার নবগঠিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠান গতকাল বৃহস্পতিবার (২৬ আগস্ট) দুপুর ১২ টায় বন্দরবাজারস্থ দলীয় কার্যালয়ে জেলা সভাপতি মাওলানা মুশাহিদ দয়ামিরী’র সভাপতিত্বে ও সেক্রেটারী মাওলানা আবদুল মালিক ক্বাসিমী’র পরিচালনায় অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে নতুন কমিটির সকল দায়িত্বশীল ও সদস্যবৃন্দকে শপথনামা পাঠ করান জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সভাপতি আল্লামা শায়খ জিয়া উদ্দীন।
বিপুলসংখ্যক নেতাকর্মীর উপস্থিতিতে দিক নির্দেশনামুলক বক্তব্য রাখেন- জমিয়তের কেন্দ্রীয় সহকারী মহাসচিব মাওলানা খলিলুর রহমান, কেন্দ্রীয় সহকারী মহাসচিব শায়খুল হাদীস মাওলানা আতাউর রহমান, কেন্দ্রীয় দফতর সম্পাদক মাওলানা আবদুল গফফার ছয়ঘরী।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- জেলা জমিয়তের সহ-সভাপতি আলহাজ্ব শামসুদ্দীন বানিগ্রামী, মাওলানা আসরারুল হক, মাওলানা আব্দুল আজীজ ফারুকী, মাওলানা খলিলুর রহমান, মাওলানা ফরিদ উদ্দিন কয়েস, যুগ্ম-সাধারণ সম্পাদক মাওলানা নজরুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক মাওলানা হাফিজ আব্দুল খালিক কাসিমী, মাওলানা শিব্বির আহমদ বিশ্বনাথী, মাওলানা ওলিউর রহমান, গোয়াইনঘাট উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা গোলাম আম্বিয়া কয়েস, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মুফতি শিব্বির আহমদ, সাংগঠনিক সম্পাদক মাওলানা নুর আহমদ কাসিমী, সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা কাজী আমিন উদ্দিন, মাওলানা হাফিজ মাহমুদুল হাসান, মাওলানা শিব্বির আহমদ, প্রচার সম্পাদক মাওলানা রায়হান উদ্দিন, সহ-প্রচার সম্পাদক মাওলানা খলিলুর রহমান ও মাওলানা হাফিজ আব্দুস সালাম, অর্থ সম্পাদক মাওলানা হাফিজ আলী আহমদ, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা মাহফুজ আহমদ, সাহিত্য সম্পাদক মাওলানা মুফতি জামাল উদ্দিন, শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক মাওলানা আব্দুন নুর মোস্তাফা, শ্রম বিষয়ক সম্পাদক মাওলানা নিজাম উদ্দিন, পাঠাগার বিষয়ক সম্পাদক মাওলানা ফখরুল ইসলাম, অফিস সম্পাদক, স্বেচ্ছাসেবা বিষয়ক সম্পাদক মাওলানা নাজিম উদ্দিন, যুব বিষয়ক সম্পাদক মুফতি এবাদুর রহমান, ছাত্র বিষয়ক সম্পাদক মাওলানা জফির উদ্দিন, সদস্য হাফিজ ফজল উদ্দিন, মাওলানা আজির উদ্দিন, মাওলানা আশরাফ আহমদ, মাওলানা আব্দুল হক, মাওলানা মুহি উদ্দিন, মাওলানা সুহেল আহমদ, মাওলানা সাইফুল ইসলাম, হাফিজ তাজুল ইসলাম, মাওলানা আবু আহমদ, মাওলানা শিহাব আহমদ সুমন, মাওলানা লুৎফুর রহমান, মাওলানা ফখরুল ইসলাম, মাওলানা নজমুদ্দিন, মাওলানা হেলাল আহমদ, মাওলানা শামসুর ইসলাম, মাওলানা সালিম আহমদ, মাওলানা হিফজুর রহমান, মাওলানা আব্দুল গফফার, মাওলানা মনজুর আহমদ, মাওলানা মঈন উদ্দিন, মাওলানা হাসান বিন ফাহিম প্রমুখ।