কারামুক্ত মাওলানা শাহিনুর পাশা চৌধুরীকে ছাত্র জমিয়তের শুভেচ্ছা
সংবাদ বিজ্ঞপ্তি
সদ্যকারামুক্ত জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সহ-সভাপতি সাবেক সাংসদ এডভোকেট মাওলানা শাহিনুর পাশা চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে ছাত্র জমিয়তের নেতাকর্মীরা।
শুক্রবার (২৭ আগস্ট) এডভোকেট শাহিনুর পাশা চৌধুরীর প্রতিষ্ঠান দারুল কোরআন মাদরাসায় সিলেট মহানগর ছাত্র জমিয়তের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা এ শুভেচ্ছা জানান।
এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন- সিলেট মহানগর ছাত্র জমিয়তের সভাপতি লুৎফর রহমান, সহ-সভাপতি মুহাম্মদ আবুল খয়ের, সাধারণ সম্পাদক ইমরান আহমদ, প্রচার সম্পাদক আবু হানিফ সাদি, পাঠাগার সম্পাদক হাফেজ জামিল আহমদ, প্রকাশনা সম্পাদক আবুল হাসান প্রমুখ।
উল্লেখ্য, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সহ-সভাপতি, সুনামগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য এডভোকেট মাওলানা শাহীনুর পাশা চৌধুরী গতকাল বৃহস্পতিবার (২৬ আগস্ট) দুপুর দেড়টার দিকে সকল আইনি প্রক্রিয়া শেষে ব্রাহ্মণবাড়িয়া কারাগার থেকে তিনি মুক্ত হন।