সিলেট মহানগর যুব জমিয়তের কার্যনির্বাহী কমিটির বৈঠক অনুষ্ঠিত
সংবাদ বিজ্ঞপ্তি
যুব জমিয়ত বাংলাদেশ সিলেট মহানগরীর কার্যনির্বাহী কমিটির মাসিক বৈঠক রবিবার (১০ অক্টোবর) বাদ এশা বন্দরবাজারস্থ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
মহানগর যুব জমিয়তের সভাপতি মাওলানা কবীর আহমদ এর সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুফতি বাহরুল আমীন এর পরিচালনায় অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত ছিলেন- মহানগর জমিয়তের সাংগঠনিক সম্পাদক মাওলানা আক্তারুজ্জামান তালুকদার, মাওলানা আব্দুর রাজ্জাক, মহানগর যুব জমিয়তের সাংগঠনিক সম্পাদক হাফিজ মাওলানা আব্দুল করীম দিলদার, অর্থ সম্পাদক মাওলানা আবু সুফিয়ান, সহ-অর্থ সম্পাদক মাওলানা ফরহাদ কোরেশী, সহ-প্রচার সম্পাদক হাফিজ জাহেদ আহমদ, সমাজসেবা সম্পাদক মাওলানা আফতাব উদ্দীন খান, কার্যনির্বাহী সদস্য মুফতি সিরাজুল ইসলাম ও এম বশির আলী প্রমুখ।
বৈঠকে মহানগর যুব জমিয়তের কার্যক্রমকে জোরদার করার লক্ষে বেশ কিছু কর্মসূচি হাতে নেয়া হয়। গৃহীত কর্মসূচিগুলো হলো-
- ১. মহানগর অন্তর্গত বিভিন্ন ওয়ার্ড শাখার দ্বায়িত্বশীলদের সাথে মতবিনিময়।
- ২. ১৭ নভেম্বর বুধবার ওয়ার্ড প্রতিনিধি সভা অনুষ্ঠিত হবে।
- ৩. সংগঠনের উর্ধতন নেতৃবৃন্দের সাথে আলোচনা সাপেক্ষে আগামী ৩০ ডিসেম্বর এর ভিতরে মহানগর যুব জমিয়তের সম্ভাব্য কাউন্সিল অধিবেশন করার প্রাথমিক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।