বিশ্বনাথে বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করলেন এমপি মোকাব্বির খান
বিশ্বনাথ সংবাদদাতা
সিলেটের বিশ্বনাথ উপজেলার শারদীয় দূর্গাপুজার বিভিন্ন মন্ডপ পরিদর্শন করেছেন সিলেট-২ আসনের সংসদ সদস্য ও গণফোরাম কেন্দ্রীয় নির্বাহী সভাপতি মোকাব্বির খান।
মঙ্গলবার (১২ অক্টোবর) সন্ধ্যায় শুরুতেই উপজেলা সদরের শনি মন্দির, সদর পুজা মন্ডপ, কালিগঞ্জ কালীমন্দির’সহ বিভিন্ন মন্দির পরিদর্শন শেষে বক্তব্য রাখেন তিনি।
পৃথকভাবে বক্তব্যে এমপি মোকাব্বির খান বলেন- ধর্ম যার যার উৎসব সবার। একটি রাষ্ট্রে মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রীস্টান ছাড়াও বিভিন্ন ধর্মের মানুষ বসবাস করতেই পারে। সকল সমপ্রদায়ের মানুষের মধ্যে ধর্মনিষ্ঠার সাথে সাথে পারস্পিরিক সদ্ভাব ও সম্প্রীতি বজায় রেখে চলাই হচ্ছে সাম্প্রদায়িক সম্প্রীতি। কাজেই শান্তি-শৃংখলা বজায় রেখে সবাইকে উৎসব পালন করতে হবে।
এ সময় স্থানীয়দের দাবীর প্রেক্ষিতে মোকাব্বির খান উপজেলা সদরে সার্বজনীন একটি মন্দির নির্মানের আশ্বাস দেন এবং কালিগঞ্জ কালীমন্দিরে একটি গভীর নলকূপ স্থাপনের ঘোষনা দেন।
বিভিন্ন পুজামন্ডপে পরিদর্শন শেষে আরও বক্তব্য রাখেন- উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুনিল চন্দ্র, সাধারণ সম্পাদক জয়ন্ত কুমার দাস, জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি শংকর দাশ শংকু, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক সমরেন্দু বৈদ্য, মুক্তিযোদ্ধা রণধীর ধর রণ, সমাজসেবক আফতাব মিয়া, রাজনীতিবীদ শেখ শহিদুল, ইউপি সদস্য শাহনেওয়াজ চৌধুরী সেলিম, উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি পার্থ সারথী দাশ পাপ্পু।
এসময় সনাতন ধর্মাবলম্বীর গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।