হানিফ ফ্লাইওভারের ওপরে উল্টে গেল বাস
অনলাইন সময়
শুক্রবার সন্ধ্যা ৬টা ২০ মিনিটে রাজধানী সুপার মার্কেটের কাছে যাত্রাবাড়ী হানিফ ফ্লাইওভারের ওপরে একটি বাস উল্টে যাওয়ার ঘটনা ঘটেছে। বাসটির নম্বর ব ১৪-৬৮৫৮। তবে বাসটি কোন কোম্পানির তা নিশ্চিত হওয়া যায়নি।
বাসটি যাত্রাবাড়ীর দিকে যাওয়ার পথে এ ঘটনা ঘটেছে বলে বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুলের দায়িত্বরত ডিউটি অফিসার আজাদ হোসেন।
এ ঘটনায় যাত্রাবাড়ী থানার ডিউটি অফিসার এই প্রতিবেদককে জানান- এমন খবর পেয়ে ঘটনাস্থলে থানা থেকে পুলিশ পাঠানো হয়েছিল। তবে এমন কিছু সেখানে পাওয়া যায়নি।