দোয়ারাবাজারে ইউপি নির্বাচনে ৫১৯ প্রার্থীর মনোনয়ন দাখিল
দোয়ারাবাজার সংবাদদাতা
শাহ্ মাশুক নাঈম, দোয়ারাবাজার (সুনামগঞ্জ) থেকে : সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার ৯টি ইউনিয়নে ৫১৯ জন প্রার্থী তাদের মনোনয়ন দাখিল করেছেন। আগামী ১১ নভেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে দোয়ারাবাজার উপজেলার ৯টি ইউনিয়নে। তফসিল ঘোষণা অনুযায়ী ১৭ অক্টোবর ছিল মনোনয়ন দাখিলের শেষ দিন।
রবিবার (১৭ অক্টোবর) বিকেল ৫টা পর্যন্ত ৫১৯ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। চেয়ারম্যান পদে মোট ৪৯ জন মনোনয়ন দাখিল করেছেন, সংরক্ষিত নারী ওয়ার্ডে ১০৮ জন এবং সাধারণ ওয়ার্ডে ৩৬২ জন মনোনয়ন দাখিল করেন।
উপজেলার বাংলাবাজারে চেয়ারম্যান পদে ৭ জন, নরসিংপুর ইউনিয়নে ৭ জন, দোয়ারাবাজার সদর ইউনিয়নে ৪ জন, মান্নারগাও ইউনিয়নে ১০ জন, পান্ডারগাও ইউনিয়নে ৭ জন, দোহালিয়া ইউনিয়নে ৬ জন, লক্ষীপুর ইউনিয়নে ৪ জন, বোগলাবাজার ইউনিয়নে ২ জন এবং সুরমা ইউনিয়নে ২ জন প্রার্থী চেয়ারম্যান পদে মনোনয়ন দাখিল করেন। অধিকাংশ চেয়ারম্যান প্রার্থীরা মোটরসাইকেল মহড়া’সহ শত শত লোক নিয়ে মনোনয়নপত্র দাখিল করেন।
এ ব্যাপারে উপজেলা নির্বাচন কর্মকর্তা সাইফুদ্দীন জানান- উপজেলায় ৯টি ইউনিয়নে মনোনয়নপত্র দাখিল করেছেন মোট ৫১৯ জন প্রার্থী। আমরা একটি সুষ্ঠু ভোটের পরিবেশ দেওয়ার ব্যাপারে কাজ করে যাচ্ছি।