গোয়াইনঘাটে ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেফতার
গোয়াইনঘাট সংবাদদাতা
সিলেটের গোয়াইনঘাটে অভিযান চালিয়ে র্যাব ধর্ষণ মামলার পলাতক আসামি সুমন মিয়াকে (২৫) গ্রেফতার করেছে।
গ্রেফতার হওয়া সুমন মিয়া উপজেলার পূর্নানগর এলাকার বাবুল মিয়ার ছেলে।
র্যাব-৯ এর গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
র্যাব জানায়- তার বিরুদ্ধে জৈন্তাপুর মডেল থানায় একটি ধর্ষণ মামলা রয়েছে। শনিবার (১৬ অক্টোবর) দিবাগত রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। পরে তাকে জৈন্তাপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
অভিযানে র্যাব-৯, ব্যাটালিয়ন সদর কোম্পানী (সিলেট ক্যাম্প) এর একটি আভিযানিক দলকে নেতৃত্ব দেন মেজর মাহফুজুর রহমান এবং জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. লুৎফর রহমান।