বানিয়াচংয়ে শেখ রাসেলের ৫৭তম জন্মবার্ষিকী উদযাপন
বানিয়াচং সংবাদদাতা
হবিগঞ্জের বানিয়াচং উপজেলা প্রশাসনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৭তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।
সোমবার (১৮ অক্টোবর) দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে জন্মবার্ষিকী পালন করা হয়। এর মধ্যে ছিল শেখ রাসেলের অস্থায়ী প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, উপস্থিত বক্তৃতা, কুইজ প্রতিযোগিতা, সেমিনার, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ।
বিকাল সাড়ে ৩টায় উপজেলা পরিষদ মিলনায়তনে ইউএনও পদ্মাসন সিংহের সভাপতিত্বে ও সহকারী কমিশনার (ভূমি) ইফফাত আরা জামান ঊর্মির সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আবুল কাশেম চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. এনামুল হক, থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমরান হোসেন ও উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. সাইফুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা চেয়ারম্যান মো. আবুল কাশেম চৌধুরী বলেন- শেখ রাসেল ছিলেন বহুমুখী প্রতিভার অধিকারী। পিতা বঙ্গবন্ধুর ন্যায় তিনিও ছিলেন মানবিক গুণে সমৃদ্ধ একজন শিশু। বেঁচে থাকলে আজ তাঁর বয়স হতো ৫৭ বছর। কিন্তু তৎকালীন বিপদগামী সৈনিকরা বঙ্গবন্ধু এবং পরিবারের অন্যান্য সদস্যদের সাথে শিশু শেখ রাসেলকেও শহীদ করে ফেলে। এ হত্যাকান্ড ছিল ইতিহাসে অত্যন্ত লোমহর্ষক। তরুণ প্রজন্মের শিশুদের উচিৎ শেখ রাসেলকে অনুসরণ করা।
এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শেখ শফিকুল ইসলাম সরকার, আইডিয়েল কলেজের অধ্যক্ষ স্বপন কুমার দাশ, বানিয়াচং উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি বিপুল ভূষণ রায়, উপজেলা প্রেসক্লাব সভাপতি এস এম খোকন, বানিয়াচং মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শিব্বির আহমদ আরজু, দৈনিক মানবজমিন প্রতিনিধি মখলিছ মিয়া ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ শিক্ষক-শিক্ষার্থীরা। পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।