ধর্মপাশায় বিট পুলিশিং সভা অনুষ্ঠিত
ধর্মপাশা সংবাদদাতা
সুনামগঞ্জের ধর্মপাশায় বিট পুলিশিং কার্যক্রমকে গতিশীল ও জনসচেতনতা সৃষ্টি করার লক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
ধর্মপাশা থানার উদ্যোগে মঙ্গলবার বিকেল সাড়ে তিনটায় স্থানীয় গণমিলনায়তনে সভায় প্রধান অতিথি ছিলেন পুলিশের সিলেট রেঞ্জের অতিরিক্ত ডিআইজি বিপ্লব বিজয় তালুকদার।
ধর্মপাশা থানার ওসি মো. খালেদ চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য দেন- ইউএনও মো. মুনতাসির হাসান, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. ফখরুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিস, পাইকুরাটি ইউপি চেয়ারম্যান ফেরদৌসুর রহমান, জয়শ্রী ইউপি চেয়ারম্যান সঞ্জয় রায় চৌধুরী, ইমাম এমদাদুর হক, ইউপি সদস্য রবিউল হক, ধর্মপাশা পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক যতিন্দ্র চন্দ্র সরকার প্রমুখ।
এছাড়াও সভায় জনপ্রতিনিধি, শিক্ষক, ইমাম, পুরোহিত’সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষজন উপস্থিত ছিলেন।