পরিবেশমন্ত্রীর বড়লেখা থানা পরিদর্শন
সংবাদ বিজ্ঞপ্তি
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী মো. শাহাব উদ্দিন এমপি গত শনিবার বিকেলে আকস্মিক মৌলভীবাজারের বড়লেখা থানা পরিদর্শন করেছেন। এ সময় তিনি পুলিশ কর্মকর্তাদের সাথে কথা বলেন।
পরিদর্শনকালে মৌলভীবাজারের পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া, বড়লেখা উপজেলা পরিষদ চেয়ারম্যান সোয়েব আহমদ, অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) সাদেক কাউসার দস্তগীর, বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর হোসেন সরদার, পুলিশ পরিদর্শক (তদন্ত) রতন দেবনাথ প্রমুখ উপস্থিত ছিলেন।
পরে মন্ত্রী বড়লেখার থানার পুকুর খনন ও দৃষ্টি নন্দন সিড়িঁঘাট নির্মাণ কাজের উদ্বোধন করেন। বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তির সহযোগীতায় কাজটি বাস্তবায়ন করেছেন বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর হোসেন সরদার।