আসছে কবি শাহ কামাল আহমদের জীবন ও কবিতাযাপন নিয়ে ডকুমেন্টারি
সময় সিলেট ডট কম
শূন্য দশকের কবি শাহ কামাল আহমদ। কবিতা ও হৃদয়বৃত্তির চর্চা করে যাচ্ছেন দীর্ঘ কয়েক যুগ থেকে। কৈশোরে দৈনিক সিলেটের ডাকে প্রকাশিত হয় তার প্রথম কবিতা ‘কে তুমি’। ২০০৩ সালে এই একই শিরোনামে বের হয় প্রথম কবিতাগ্রন্থ। এখন পর্যন্ত তার ৭টি বই প্রকাশিত হয়েছে। কবিতাচর্চার স্বীকৃতি হিসেবে পেয়েছেন বিভিন্ন সাহিত্য ও সামাজিক সম্মাননা। দীর্ঘদিন থেকে প্রবাসে থেকেও কবিতায় জীবনকে যাপন করতে চাওয়া এই কবিকে নিয়ে ‘লালশির মাল্টিমিডিয়া’ নির্মাণ করছে ‘শাহ কামাল আহমদ জীবন ও কবিতাযাপন’ শিরোনামের ডকুমেন্টারি।
ডকুমেন্টারি বিষয়ে লালশির মাল্টিমিডিয়া জানায়, “আমাদের সমাজে গুণীজনদের কদর করা হয় না, কবিদের নিয়ে খুব কম কথা বলা হয়। এই দুর্নাম ঘুচাতে আমরা সাহিত্যের জন্য নিবেদিত মানুষদের সবার সামনে উপস্থাপন করতে চাচ্ছি।”
ডকুমেন্টারিতে শাহ কামাল আহমদের কবিতাযাপন নিয়ে কথা বলেছেন বাংলা সাহিত্যের শক্তিমান কবি কালাম আজাদ, গল্পকার ও সাংবাদিক সেলিম আউয়াল, প্রাবন্ধিক ও রাজনীতিবিদ সালেহ আহমদ খসরু, ঔপন্যাসিক ও শিক্ষাবিদ শাহাদাত চৌধুরী,সিবিক মেয়র আয়াছ মিয়া, গকেষক ও রাজনীতিবিদ আব্দুল হাই মোশাহিদসহ আরো অনেকেই।
লালশির ইউটিউব চ্যানেলে আজ সন্ধ্যে ৭টায় ডকুমেন্টারিটি প্রকাশিত হবে। দেখতে পারেন নিম্নোক্ত লিংকে- https://www.youtube.com/channel/UCgYf5slF2gUkssG-XY5FOCA