বিশ্বনাথে জোড়া খুনের আসামি সাইফুল ঢাকায় গ্রেফতার
বিশ্বনাথ সংবাদদাতা
সিলেটের বিশ্বনাথে চাঞ্চল্যকর কৃষক ছরকুম আলী দয়াল ও স্কুলছাত্র সুমেল আহমদ হত্যা মামলার প্রধান আসামি সাইফুল আলম (৪০) কে সাড়ে ৫ মাস পর গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার (২১ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে ঢাকার সেগুনবাগিচার কাঁচবাজার এলাকার নাভানা টাওয়ারের সামন থেকে তাকে গ্রেফতার করেছে রমনা থানা পুলিশ।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন- রমনা থানার অপারেশন অফিসার ফজলুর রহমান। গত ১ মে তার গুলিতে স্কুলছাত্র সুমেল মিয়া নিহত হওয়ার পর থেকেই তিনি পলাতক ছিলেন।
উল্লেখ্য, গত ১ মে সড়কে মাটি কাটা নিয়ে সংঘর্ষের সময় গুলিবিদ্ধ হয়ে নিহত হয় স্কুলছাত্র সুমেল আহমদ। এর আগে ২৮ জানুয়ারি হাওড়ে পানি সেচ নিয়ে দুইপক্ষের সংঘর্ষের সময় নিহত হন কৃষক ছরকুম আলী দয়াল। এই দুটি মামলার প্রধান আসামি সাইফুল আলম।
তাকে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বিশ্বনাথ থানার ওসি গাজী আতাউর রহমান বলেন- তার রিমান্ডের আবেদন করা হয়েছে।