গোলাপগঞ্জে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার
গোলাপগঞ্জ সংবাদদাতা
গোলাপগঞ্জে কামরুজ্জামান কামরুল (৪১) নামে এক সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেফতার করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ। বৃহস্পতিবার (২১ অক্টোবর) রাতে উপজেলার ঢাকাদক্ষিণ ইউনিয়নের উত্তর কানিশাইল নিজ বাড়ি থেকে থাকে গ্রেপ্তার করা হয়।
সে উপজেলার ঢাকাদক্ষিণ ইউনিয়নের উত্তর কানিশাইল গ্রামের মৃত উস্তার আলীর ছেলে।
পুলিশ জানায়, গত রাতে এএসআই প্রনয় নালের নেতৃত্বে তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে গোলাপগঞ্জ মডেল থানায় দায়রা (৫৯৬/১৬) মামলা রয়েছে।
গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরী আসামিকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।