সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার আহ্বানে সিলেটে মোমবাতি প্রজ্জ্বলন
নগর সংবাদদাতা
সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার আহ্বানে সিলেট বন্ধুসভার সদস্যদের উদ্যোগে মোমবাতি প্রজ্জ্বলন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২২ অক্টোবর) সন্ধ্যা ছয়টায় সিলেট নগরীর চৌহাট্টা এলাকার কেন্দ্রীয় শহীদ মিনারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। ‘আঁধার কেটে আলো আসবেই’ শ্লোগানে সিলেট শহীদ মিনার প্রাঙ্গনে মোমবাতি প্রজ্জ্বলন করেন সিলেট বন্ধু সভার সদস্যরা।
এ সময় সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে সনাতন ধর্মালম্বীদের পূজামণ্ডপ, ঘরবাড়িতে হামলার প্রতিবাদে এ কার্যক্রমে উপস্থিত ছিলেন- সিলেট বন্ধুসভার সভাপতি তামান্না ইসলাম, সাধারণ সম্পাদক সৌরভ চন্দ্র দাস, যুগ্ম-সাধারণ সম্পাদক অন্তর শ্যাম, সম্পাদক অনিক চন্দ্র পাল, দপ্তর সম্পাদক দেব রায় সৌমেন, বন্ধু সমীর বৈষ্ণব, রেজভী সিদ্দিকা, শাম্মী আকতার, দ্বিপান্বিতা সেন, ফারিয়া খান, রাহুল রাজনাথ, কালিম চৌধুরী প্রমুখ।