ফেসবুকে ধর্ম বিদ্বেষী পোস্টে এলাকায় উত্তেজনা : ছেলেকে পুলিশে দিলেন বাবা
দোয়ারাবাজার সংবাদদাতা
শাহ্ মাশুক নাঈম, দোয়ারাবাজার (সুনামগঞ্জ) থেকে : ফেসবুকে ইসলাম ধর্ম বিদ্বেষী ও হযরত মোহাম্মদ সা. কে নিয়ে কটুক্তি মূলক পোস্টে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে পোস্ট দাতা কৌশিক রায় (২০) নামের এক যুবককে পুলিশে দিয়েছেন তার বাবা।
পোস্ট দাতা কৌশিক রায় উপজেলার মান্নারগাঁও ইউনিয়নের আমবাড়ি বাজারের বাসিন্দা ব্যবসায়ী কৃপাসিন্ধু রায় বানুর পুত্র। শনিবার বিকালে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার আমবাড়ি বাজারে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান- শনিবার দুপুরের দিকে কলেজ পড়ুয়া কৌশিক রায় ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে হযরত মোহাম্মদ সা. ও ইসলাম ধর্ম নিয়ে আপত্তিকর পোস্ট দেয়। এর কিছুক্ষণের মধ্যেই এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ সময় পরিস্থিতি উত্তপ্ত দেখে তার বাবা পুলিশকে খবর দিয়ে নিজেই ছেলেকে পুলিশের হাতে সোপর্দ করে দেন।
এদিকে, ইসলাম বিদ্বেষী এই পোস্টকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দারা তার দৃষ্টান্ত মূলক শাস্তির দাবিতে আমবাড়ি বাজারে বিক্ষোভ মিছিল বের করেন। সহিংতা ও অপ্রীতিকর পরিস্থিতি ঠেকাতে পুলিশ, র্যাব ও প্রশাসনের লোকজন বিকেল থেকেই আমবাড়ি বাজারে অবস্থান করে পরিস্থিতি শান্ত রাখেন। রিপোর্ট লেখা পর্যন্ত পরিস্থিতি শান্ত ছিল। বিক্ষোভ মিছিল হলেও কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
জানতে চাইলে দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবাংশু কুমার সিংহ বলেন- পোস্টদাতাকে পুলিশের হাতে সোপর্দ করা হয়েছে। এলাকার পরিস্থিতি এখন শান্ত রয়েছে। যাতে কোন ধরণের অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি না হয় সেজন্য প্রশাসন তৎপর রয়েছে।