নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে সিলেটে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট’র বিক্ষোভ
সংবাদ বিজ্ঞপ্তি
দফায় দফায় চাল, ডাল, তেলসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রীর মূল্য বৃদ্ধি ও দেশব্যাপি সাম্প্রদায়িক সন্ত্রাসের প্রতিবাদে গত শুক্রবার বিকাল ৪টায় ইসলামপুর (মেজরটিলা) বাজারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট সিলেট শহর পূর্বাঞ্চল কমিটির সভাপতি খোকন আহমদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাজমুল হোসেন এর পরিচালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট সিলেট জেলা শাখার সহ-সভাপতি সুরুজ আলী।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট সিলেট জেলা শাখার দপ্তর সম্পাদক রমজান আলী পটু, জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট সিলেট জেলা শাখার সদস্য এবং সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়ন এর সংগ্রামী সভাপতি মো. ছাদেক মিয়া, জাতীয় ছাত্রদল সিলেট জেলা কমিটির অন্যতম সদস্য বদরুল আজাদ, বাংলাদেশ স’মিল শ্রমিক ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক রুহুল আমিন, প্রেস শ্রমিক ইউনিয়ন সিলেট জেলা শাখার সভাপতি আবুল কালাম আজাদ সরকার, সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়ন এর সাধারণ সম্পাদক আনছার আলী, শাহপরান থানা কমিটির সহ-সভাপতি জয়নাল মিয়া, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ সিলেট শহর পূর্বাঞ্চল কমিটির অর্থ সম্পাদক ইমদাদুল হক ইমন সহ প্রমুখ।