জকিগঞ্জে ৮৬০ পিস ইয়াবাসহ নারী গ্রেফতার
জকিগঞ্জ সংবাদদাতা
সিলেটের জকিগঞ্জে অভিযান চালিয়ে র্যাব ৮৬০ পিস ইয়াবাসহ এক নারীকে গ্রেফতার করেছে। গত রবিবার (২৪ অক্টোবর) দিবাগত রাতে উপজেলার নবীগঞ্জ কদুর বাজার যাত্রী ছাউনি এলাকায় এ অভিযান চালানো হয়েছে।
গ্রেফতার হওয়া নাজমা বেগম (৩৮) ময়মনসিংহ হালুয়াঘাট থানার নাগলা বাজার এলাকার মৃত মৃত ইউসুফ আলীর মেয়ে।
সোমবার র্যাব-৯ এর গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। এ ঘটনায় র্যাব বাদী হয়ে জকিগঞ্জ থানায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে।
অভিযানে র্যাব-৯, ব্যাটালিয়ন সদর কোম্পানী (সিলেট ক্যাম্প) এর একটি আভিযানিক দলকে নেতৃত্ব দেন মেজর মো. মঈনুল ইসলাম এবং সহকারী পুলিশ সুপার (এএসপি) সোমেন মজুমদা।