সিলেটে ‘ইউকে এডুকেশন এক্সপো-২০২১’ সম্পন্ন
সংবাদ বিজ্ঞপ্তি
এফটিসি এডুকেশন স্টাডি এ্যাবরোড আয়োজিত- ‘ইউকে এডুকেশন এক্সপো-২০২১’ সোমবার সিলেট নগরীর জিন্দাবাজারের গ্যালারিয়া শপিং কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়েছে।
এফটিসি’র নিজস্ব অফিসে দিনব্যাপী আয়োজিত এক্সপোতে যুক্তরাজ্যে গমনেচ্ছু শিক্ষার্থীরা অংশ নেন। শিক্ষার্থীদের বিভিন্ন বিষয়ে পরামর্শ ও নির্দেশনা দেন আয়োজকরা।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- ইউনিভার্সিটি অব স্পোর্টস মাউথ এর রিজিওনাল এডভাইজার এমরান মফিজ, ডি মনফোর্ট ইউনিভার্সিটির রিজিওনাল ম্যানেজার মোহাম্মদ আবু সুফিয়ান, বাংলাদেশের কান্ট্রি এডভাইজার জাহিদুল জাকির, আলস্টার ইউনিভার্সিটির রিজিওনাল ম্যানেজার আল জাকারিয়া প্রমুখ।