দফায় দফয়া সূঁতার দামবৃদ্ধি : দিশেহারা তাতঁশিল্প মালিকরা
নরসিংদী সংবাদদাতা
দফায় দফায় সুতার দাম বৃদ্ধিতে দিশেহারা হয়ে পড়েছে বাংলাদেশের বৃহত্তম বস্ত্রশিল্প সমৃদ্ধ শহর মাধবদীর ছোটবড় প্রায় ৬ হাজার তাঁতশিল্প মালিক। সুতার অস্বাভাবিক মূল্য বৃদ্ধিতে তাঁতশিল্প রক্ষা করতে নরসিংদীর মাধবদীতে ব্যবসায়ি নেতাদের জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৬ অক্টোবর) রাতে মাধবদী বাজার মার্চেন্ট এসোসিয়েশন এর সভা কক্ষে এ জরুরি অনুষ্ঠিত হয়। এতে নরসিংদীর তাঁতশিল্প রক্ষা করতে সূঁতার অস্বাভাবিক মূল্য বৃদ্ধি ও মজুতদারী ঠেকাতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতি দ্রুত ব্যবস্থা গ্রহণ করার জন্য অনুরোধ জানিয়েছেন নরসিংদীর শীর্ষ ব্যবসায়িক নেতারা।
এ সময় উপস্থিত ছিলেন- বাংলাদেশের শীর্ষ ব্যবসায়ী সংগঠন এফবিসিসিআই পরিচালক ও নরসিংদী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’র প্রেসিডেন্ট মো. আলী হোসেন শিশির সিআইপি, বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) ভাইস প্রেসিডেন্ট ও নরসিংদী চেম্বারের সাবেক সভাপতি আবদুল্লাহ আল মামুন, মাধবদী বাজার মার্চেন্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আলহাজ্ব আনোয়ার হোসেন, সহ-সভাপতি মনিরুজ্জামান ভূইয়া মনির ও আলহাজ্ব মোমেন মোল্লা, মাধবদী বাজারের সূতা ব্যবসায়ী বিনয় দেবনাথ’সহ বাজারের শীর্ষ পর্যায়ের ব্যবসায়ীবৃন্দ। সরকারের কাছে একটি চিঠি প্রেরণ করেছেন নরসিংদীর শীর্ষ ব্যবসায়ি নেতৃবৃন্দরা।
উক্ত চিঠির অনুলিপি মাননীয় শিল্পমন্ত্রী, বাণিজ্যমন্ত্রী, বস্ত্রমন্ত্রী ও সংসদ সদস্য নরসিংদী সদর-১, সংসদ সদস্য, নারায়ণগঞ্জ-২, বিজ্ঞ জেলা প্রশাসক বরাবর প্রেরণ করেছেন নেতাকর্মীরা।