বড়লেখায় সূচনা ভিলেজ ফার্ম মালিকদের সাথে মতবিনিময়
বড়লেখা সংবাদদাতা
মৌলভীবাজারের বড়লেখায় সূচনা ভিলেজ মডেল ফার্ম মালিকদের সাথে সরকারী ও বেসরকারী সেবাদানকারীদের বৃহস্পতিবার (২৮ অক্টোবর) মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হলরুমে সিএনআরএস সূচনা কর্মসূচীর সহযোগিতায় কৃষি বিভাগ এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা দেবল সরকারের সভাপতিত্বে সূচনার উপজেলা সমন্বয়কারী সৈয়দ আব্দুস সামাদের সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- সূচনা কর্মসূচির মৌলভীবাজার জেলা ব্যবস্থাপক কাজী আলম।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- সূচনা কর্মসূচীর জেলা কর্মকর্তা আবু হান্নান, এসিআই বীজ প্রতিনিধি মশিউর রহমান, স্থানীয় বীজ বিক্রেতা কামরুল ইসলাম, স্থানীয় ইউপি সদস্য ফকরুল ইসলাম, সূচনা কর্মসূচীর কারিগরি কর্মকর্তা মো. মতিয়ুর রহমান প্রমুখ।
মতবিনিময় সভা শেষে উপজেলা কৃষি অফিসের পক্ষ থেকে ২০ জন ভিএমএফ’কে দু’টি করে পেয়ারার চারা ও একটি করে আমের চারা প্রদান করা হয়।