প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হচ্ছেন এমপি হাবিবুর রহমান হাবিব
স্টাফ রিপোর্টার
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরসঙ্গী হিসেবে রোববার (৩১ অক্টোবর) ভোরে যুক্তরাজ্যে যাচ্ছেন সিলেট-৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব। পরে তিনি প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসাবে স্কটল্যান্ড এবং ফ্রান্সেও যাবেন।
সফরকালে তিনি ২ নভেম্বর পর্যন্ত যুক্তরাজ্যের গ্লাসগোতে অনুষ্ঠিতব্য জাতিসংঘের Framework Convention on Climate Change (UNFCC)-এর Conference of Parties(COP)-এর ২৬তম বার্ষিক অধিবেশনের বৈঠক ছাড়াও ৩ নভেম্বর লন্ডনের বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করবেন।
১০ নভেম্বর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিতব্য Unesco-Bangladesh Bangabandhu Sheikh Mujibur Rahman International Prize for the Creative Economy পুরস্কার প্রদান অনুষ্ঠানে ও ইউনেস্কোর ৭৫তম বার্ষিকী উদযাপনের উচ্চ পর্যায়ের সভায়ও যোগ দিবেন।
এমপি হাবিবুর রহমান হাবিব নিজের জন্য এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য সবার দোয়া চেয়েছেন।