দিরাই উপজেলা আ.লীগের সম্পাদক প্রদীপ রায় গ্রেফতার
দিরাই সংবাদদাতা
আকতার সাদিক, দিরাই (সুনামগঞ্জ) থেকে : সুনামগঞ্জের দিরাইয়ে রুহেদ মিয়া হত্যা মামলার প্রধান আসামী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রদীপ রায় গ্রেফতার হয়েছেন।
শুক্রবার (২৯ অক্টোবর) রাত ১১ টার দিকে সিলেটের মদিনা মার্কেট এলাকা তাকে গ্রেফতার করেছে র্যাব-৯। দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমান প্রদীপ রায়ের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, গত ১৮ অক্টোবর দুপুরের দিকে ভাটিপাড়া ইউনিয়নের উদির হাওর জলমহাল নিয়ে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রদীপ রায় ও আমেরিকা প্রবাসী ক্যালিফোর্নিয়া আওয়ামীলীগের সহ-সভাপতি কাজল নুর পক্ষের মধ্যে ঘন্টাব্যাপী সংঘর্ষে রুহেদ মিয়া নামক একজন নিহত হয়। নিহত ব্যক্তি কাজল নূরের চাচাতো ভাই। সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হন।
ঘটনার পর নিহতের ভাই সুহেদ মিয়া বাদী হয়ে গত ২২ অক্টোবর দিরাই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রদীপ রায়কে প্রধান আসামী করে ৭৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।