কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্র জমিয়তের কাউন্সিল সম্পন্ন
সংবাদ বিজ্ঞপ্তি
ছাত্র জমিয়ত বাংলাদেশ কোম্পানীগঞ্জ উপজেলা শাখার কাউন্সিল অধিবেশন গত শুক্রবার (২৯ অক্টোবর) বাদ জুম্মা সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা জমিয়ত কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
উপজেলা সভাপতি সাদিকুর রহমান তাওসীফ এর সভাপতিত্বে ও হাফিজ আব্বাস উদ্দীন এর পরিচালনায় অনুষ্ঠিত কাউন্সিলে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন- সিলেট জেলা ছাত্র জমিয়তের সভাপতি আব্দুল হামিদ খান।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন- জমিয়তে উলামায়ে ইসলাম কোম্পানীগঞ্জ উপজেলার সাধারণ সম্পাদক মাওলানা সুহাইল আহমদ, সহ-সভাপতি মাওলানা মুহাম্মদ আলী, হাফিজ মাওলানা মাহমুদুল হাসান, জেলা জমিয়তের ছাত্র বিষয়ক সম্পাদক মাওলানা জফির উদ্দিন, জেলা ছাত্র জমিয়তের সাবেক সাংগঠনিক সম্পাদক মাওলানা রুহুল আমিন, সিলেট জেলা ছাত্র জমিয়তের যুগ্ম সম্পাদক কাওসার আহমদ প্রমুখ।
কাউন্সিল অধিবেশনে উপস্থিত দায়িত্বশীলদের মতামতের ভিত্তিতে সাদিকুর রহমান তাওসীফকে সভাপতি ও হাফিজ আব্বাস উদ্দীনকে সাধারণ সম্পাদক করে ২৫ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করেন উপজেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা সুহাইল আহমদ।