শান্তিগঞ্জে কমিউনিটি পুলিশিং ডে অনুষ্ঠিত
শান্তিগঞ্জ সংবাদদাতা
‘মুজিব বর্ষের পুলিশ নীতি, জনসেবা আর সম্প্রীতি’ এই শ্লোগানকে সামনে রেখে শান্তিগঞ্জ থানা পুলিশের কমিউনিটি পুলিশিং ডে অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩০ অক্টোবর) সকাল ১১ টায় শান্তিগঞ্জ থানার হলরুমে এ কমিউনিটি পুলিশিং ডে অনুষ্ঠিত হয়।
শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজি মুক্তাদির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন- শান্তিগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নূর হোসেন।
এ সময় বক্তব্য রাখেন- সহকারি কমিশনার (ভূমি) ছকিনা আক্তার, শান্তিগঞ্জ প্রেসক্লাব সভাপতি কাজি জমিরুল ইসলাম মমতাজ, সাধারণ সম্পাদক নূরুল হক ও সমাজকর্মী হাসান মাহমুদ তারেক প্রমুখ।