কপ-২৬ সম্মেলনে যা নিয়ে তর্কবিতর্ক হতে পারে
আন্তর্জাতিক সময়
স্কটল্যান্ডের গ্লাসগোতে আজ ৩১ অক্টোবর থেকে শুরু হচ্ছে বিশ্ব জলবায়ু সম্মেলন (কপ-২৬)। আগামী ১২ নভেম্বর পর্যন্ত এই সম্মেলন চলবে। জলবায়ু পরিবর্তন মোকাবিলায় এই সম্মেলনকে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করা হচ্ছে।
যা নিয়ে তর্কবিতর্ক হতে পারে
অর্থ ও জলবায়ু ন্যায়বিচার নিয়ে সম্মেলনে অনেক কথাবার্তা হবে বলে আশা করা হচ্ছে।
উন্নয়নশীল দেশগুলোর মাথাপিছু কার্বন নিঃসরণ কম। অতীতে যে পরিমাণ কার্বন নিঃসরণ করা হয়েছে, তার অধিকাংশের দায়ও এই দেশগুলোর নয়। কিন্তু তারাই জলবায়ু পরিবর্তনের সবচেয়ে বড় ভুক্তভোগী।
কার্বন নিঃসরণ কমানোর পাশাপাশি জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাওয়াতে এই দেশগুলোর অনেক অর্থসহায়তা দরকার। যেসব দেশ কয়লানির্ভর, তাদের আরও সোলার প্যানেল দরকার। ভুক্তভোগী দেশগুলোর দরকার বন্যা প্রতিরক্ষাব্যবস্থা।
জলবায়ু পরিবর্তনে ক্ষতির শিকার উন্নয়নশীল দেশগুলোকে কী পরিমাণ ক্ষতিপূরণ দেওয়া হবে, তা নিয়ে সম্মেলনে জোর বিতর্ক হতে পারে।
২০০৯ সালে ধনী দেশগুলো বছরে দরিদ্র দেশগুলোকে ১০ হাজার কোটি ডলার দেওয়ার অঙ্গীকার করেছিল। কিন্তু এই লক্ষ্য এখন পর্যন্ত অর্জিত হয়নি।
সম্মেলনে চীনের অঙ্গীকার গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হবে। চীন বিশ্বের সবচেয়ে বড় কার্বন নিঃসরণকারী দেশ। তা ছাড়া দেশটি বিশ্বজুড়ে কয়লাবিদ্যুতে বিপুল বিনিয়োগ করে আসছে।
চীন’সহ অন্য যেসব দেশ জীবাশ্ম জ্বালানির বড় উৎপাদনকারী, তারা এই জ্বালানির ওপর নির্ভরতা কমাতে কত দ্রুত আগ্রহ দেখায়, সে ব্যাপারে পর্যবেক্ষকেরা নজর রাখবেন।