সিলেটে মাদ্রাসাছাত্রীকে হোটেলে নিয়ে ধর্ষণ: ৯৯৯ নম্বরে কল
স্টাফ রিপোর্টার
সিলেটে ১৭ বছরের এক মাদ্রাসা ছাত্রীকে আবাসিক একটি হোটেলে নিয়ে ধর্ষণের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৬ নভেম্বর) সিলেট শহরের মহানগর হোটেলে এই ঘটনাটি ঘটে।
পুলিশ জানিয়েছে, গত মঙ্গলবার বিকালে এক নারী ৯৯৯ নম্বরে ফোন করে জানান; তার বান্ধবী বিপদে পড়েছেন। তাকে নগরীর মহানগর হোটেলে আটকে ধর্ষণ করা হচ্ছে। এমন অভিযোগ পাওয়ার পরপরই তাৎক্ষণিকভাবে সিলেট কোতোয়ালি থানা পুলিশ ঘটনাস্থলে যায় এবং সন্ধ্যার দিকে ওই মাদ্রাসাছাত্রী তরুণীকে উদ্ধার করে।
এসময় অভিযুক্ত জাহাঙ্গীর আহমেদ নামের এক যুবককে আটক করা হয়। আটক যুবক সিলেট শহরতলীর জালালাবাদ থানাধীন লামাকাজি এলাকার বাসিন্দা শফিকুল হকের ছেলে।
আর উদ্ধারকৃত তরুণী জামেয়া মাদানিয়া ফতেহপুর মাদ্রাসার ছাত্রী। তাকে ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী মাহমুদ জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে বিয়ের প্রলোভন দেখিয়ে অভিযুক্ত জাহাঙ্গীর ওই তরুণীকে একাধিকবার ধর্ষণ করেছে। একই ঘটনা ছিল মঙ্গলবারও। এ ঘটনায় ওই তরুণীর মা বাদি হয়ে কোতোয়ালী থানায় মামলা দায়ের করেছেন। এছাড়া অভিযুক্ত জাহাঙ্গীরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।