অ্যারিজোনায় অমর একুশে উদযাপনে ব্যাপক প্রস্তুতি
অতিথি সংবাদদাতা
মাসুদুল ইসলাম, যুক্তরাষ্ট্র থেকে : একুশে ফেব্রুয়ারি রক্তঝরা দিনটিকে যথাযোগ্য মর্যাদার সঙ্গে পালন করার লক্ষ্যে ২০ ফেব্রুয়ারি অ্যারিজোনা ‘অমর একুশে উদযাপন কমিটি’ এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছে।
অনুষ্ঠানটি নানা কর্মসূচি দিয়ে অসম্ভব আকর্ষণীয় ও পরিচ্ছন্ন করে সাজানো হয়েছে। অনুষ্ঠানে থাকছে- শহিদ মিনারে পুষ্প অর্পণ ও শ্রদ্ধা নিবেদন, ছোটদের নাচ-গান ও নাটক, স্থানীয় শিল্পীদের গান ও কবিতা আবৃত্তি, স্বদেশ থেকে আগত শিল্পীর কবিতা আবৃত্তি। আরও থাকবে বিশিষ্ট ব্যক্তিদের ভাষা দিবস উপলক্ষে গুরুত্বপূর্ণ বক্তব্য।
৩৮ সদস্য নিয়ে গঠিত অ্যারিজোনা অমর একুশে উদযাপন কমিটি বিরামহীন শ্রম ও তাদের অর্থায়নের মধ্য দিয়ে অনুষ্ঠানটি আরও সুন্দর ও প্রাণবন্ত করে তোলার জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। বীর মুক্তিযোদ্ধা এনামুল হক কমিটির আহ্বায়ক হিসেবে সব বাংলাদেশিদের অনুষ্ঠানে যোগদানের আহ্বান জানিয়েছেন।
এ আহ্বানে অ্যারিজোনায় বসবাসরত বাংলাদেশিরা আন্তরিকভাবে সাড়া দিয়েছেন। এ অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য ইতোমধ্যেই তাদের মাঝে অসম্ভব উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।