দোয়ারাবাজারে দারুসুন্নাহ দাখিল মাদ্রাসায় বই বিতরণী অনুষ্ঠিত
দোয়ারাবাজার সংবাদদাতা
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার লক্ষীপুর ইউনিয়নের হযরত শাহ্জালাল রহ. দারুসুন্নাহ হাফিজিয়া দাখিল মাদ্রাসায় বই বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
আজ পহেলা জানুয়ারী শনিবার ২০২২ সাল সকাল ১১ ঘটিকায় মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি ফারুক আহমেদের সভাপতিত্বে মাদ্রাসা’র সুপার মাওলানা শাহ মাশুক নাঈমের পরিচালনায় বই বিতরণ উৎসব অনুষ্ঠিত হয়।
বই উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- বিশিষ্ট দানবীর শিক্ষানুরাগী, প্রবাসী যুবলীগ নেতা বাবুল আহমদ বাবুল, শিক্ষানুরাগী আব্দুস ছালাম, সহকারী শিক্ষক সেলিম আহমদ, শিক্ষিকা তাহুরা বেগম, জাহানারা বেগম, হাফিজ ইমরান হোসেন প্রমুখ।
অনুষ্ঠান শেষে ছাত্র/ছাত্রীদের হাতে নতুন বই তুলে দেওয়া হয়।