মহব্বতপুরবাজারে ডাচ্ বাংলা ব্যাংক শাখার মতবিনিময় সভা অনুষ্ঠিত
দোয়ারাবাজার সংবাদদাতা
শাহ্ মাশুক নাঈম, দোয়ারাবাজার (সুনামগঞ্জ) সংবাদদাতা : ডাচ্ বাংলা ব্যাংক লি. নতুন এজেন্ট ব্যাংকিং সুনামগঞ্জ জেলা দোয়ারাবাজার উপজেলার মহব্বতপুর বাজার শাখার সুন্দরভাবে পরিচালনার জন্য মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১ জানুয়ারি) বেলা ১১ টায় সততা ষ্টোর পয়েন্টে ডাচ বাংলা ব্যাংক লি. এজেন্ট ব্যাংকিং’র ডাক্তার তালেবআলী মার্কটে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বিশিষ্ট মুরব্বি আপ্তাব উদ্দীনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন- সমুজ আলী স্কুল ও কলেজের অধ্যাক অসিম মোদক। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- সহ-অধ্যাপক রুকুনোজ্জামান, মোহিত মিয়া, জালাল উদ্দিন, তৌহিদুল ইসলাম, সাদেক মিয়া, কামাল হোসেন, বজলুর রশিদ, রবিউল করিম, সমুজ আলী স্কুলের শিক্ষাক সেকান্দর আলী, মোতালিব হোসেন, সাইদুল ইসলাম, আ.লীগ নেতা আব্দুল হাই বিলাত, আব্দুল কুদ্দুস মামুশা, ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য আহসান উদ্দিন, মহব্বতপুর বাজারে কমিটির সভাপতি মারফত আলী, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, সেনা সদস্য ওয়ারেন্ট অফিসার আক্তার হোসেন, জাপা সুরমা ইউনিয়ন সভাপতি ইকবাল হোসেন বুলু, সিরাজুল ইসলাম প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন- আওয়াল, জয়নাল আবেদিন, আব্দুল বারীক, জসিম উদ্দিন, আব্দুল হোসেন, আব্দুল হামিদ, মহি উদ্দিন, আহসান উদ্দিন, হেলাল টেইলার, ডাক্তার নাসির, নুর হোসেন।