ডিজিটাল জনশুমারিতে সবার সহযোগিতা চাইলেন পরিকল্পনামন্ত্রী
সময় সিলেট ডেস্ক
আগামী ১৫ জুন থেকে ২১ জুন পর্যন্ত প্রথম ডিজিটাল জনশুমারি ও গৃহগণনা ২০২২–এর তথ্য সংগ্রহের কাজ চলবে। এ সময়ে সারা দেশের মানুষের তথ্য সংগ্রহ করা হবে। এ কাজে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।
সোমবার বিকেলে ময়মনসিংহ জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত প্রথম ডিজিটাল জনশুমারি ও গৃহগণনা–বিষয়ক এক কর্মশালা ও পাইলটিং কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ আহ্বান জানান।
পরিকল্পনামন্ত্রী বলেন— ‘বাংলাদেশে এখন এমন প্রযুক্তি চলে এসেছে যে রিয়েল টাইম পরিসংখ্যান জানা যাবে। এ মুহূর্তে দেশের জনসংখ্যা কত তা জানা যাবে। তবে এবার আমরা আগের মতো বাড়ি বাড়ি গিয়ে মানুষের তথ্য সংগ্রহ করে জনশুমারি করছি। আগামীতে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে এ ধরনের জনশুমারি করব। ১৫ জুন থেকে ২১ জুন পর্যন্ত এ তথ্য সংগ্রহের কাজ হবে। সব মানুষকে এ কাজে সযোগিতা করার অনুরোধ জানাই।’
মন্ত্রী আরও বলেন— ‘জনশুমারি হয়তো শতভাগ “পারফেক্ট” হবে না। আমরা আশা করছি, আগের যেকোনো সময়ের চেয়ে এবারের জনশুমারি ভালো হবে।’
কর্মশালার শুরুতে এবারের জনশুমারি পরিকল্পনা নিয়ে বিশেষ উপস্থাপনা করেন জনশুমারি ও গৃহগণনা প্রকল্পের পরিচালক মো. দিলদার হোসেন। তিনি বলেন— জনশুমারি উপলক্ষে ব্যাপক প্রচারণার প্রস্তুতি আছে। এ উপলক্ষে টেলিভিশনে ও সংবাদপত্রে প্রচারণামূলক বিজ্ঞাপনের পাশাপাশি মাইকিং ও মসজিদের মাধ্যমেও প্রচারণা চালানো হবে। এ ছাড়া জনশুমারি শুরুর আগের দিন প্রধানমন্ত্রী জাতির উদ্দেশে ভাষণ দেবেন। রাষ্ট্রপতি বিশেষ ভাষণ দেবেন। এর বাইরে মুঠোফোনে কলার টিউন হিসেবে প্রধানমন্ত্রীর বক্তব্য প্রচার করার সম্ভাবনা আছে।
ময়মনসিংহ বিভাগের কমিশনার মো. শফিকুর রেজা বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব শাহনাজ আরেফিন, ময়মনসিংহ সিটি করপোরেশনের মেয়র মো. ইকরামুল হক, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর মহাপরিচালক মোহাম্মদ তাজুল ইসলাম, পুলিশের ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি মো. হারুন অর রশিদ ও ময়মনসিংহের জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক উপস্থিত ছিলেন।