সাইফুর রহমানের কবর জিয়ারতে জেলা বিএনপির নেতৃবৃন্দ
সংবাদ বিজ্ঞপ্তি
বৃহত্তর সিলেট বিভাগ উন্নয়নের রুপকার, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সাবেক সদস্য, সাবেক অর্থ ও পরিকল্পনামন্ত্রী এম সাইফুর রহমানের কবর জিয়ারত করেছেন সিলেট জেলা বিএনপির নবনির্বাচিত নেতৃবৃন্দ। মঙ্গলবার বিকেলে বিপুল সংখ্যক দলীয় নেতাকর্মী নিয়ে মৌলভীবাজারে এম সাইফুর রহমানের কবর জিয়ারত করেন তারা।
জিয়ারত শেষে মরহুমের মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়। এর আগে বরেণ্য রাজনীতিবিদের সাইফুর রহমানের কবরে সিলেট জেলা বিএনপির পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলী অর্পণ করা হয়। এ সময় জেলা বিএনপি, মৌলভীবাজার জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক দলীয় নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এ সময় উপস্থিত ছিলেন— সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ।
এছাড়া উপস্থিত ছিলেন— জেলা বিএনপির সাবেক আহŸায়ক কমিটির সদস্য এডভোকেট হাসান আহমদ পাটোয়ারী রিপন ও সিদ্দিকুর রহমান পাপলু, দক্ষিণ সুরমা উপজেলা সভাপতি শাহাব উদ্দিন, বালাগঞ্জ উপজেলা সভাপতি মোহাম্মদ গোলাম রাব্বানী, দক্ষিণ সুরমা উপজেলা সাধারণ সম্পাদক কোহিনূর আহমেদ, বালাগঞ্জ উপজেলা সাধারণ সম্পাদক এম মুজিবুর রহমান, কোম্পানীগঞ্জ উপজেলা সাধারণ সম্পাদক আলী আকবর।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন— বিএনপি নেতা শাহ আলম স্বপন, নিজাম তরফদার, লোকমান আহমদ, আব্দুল লতিফ খাঁন, শাকিল মোর্শেদ, সামসুল আলম, মনিরুল ইসলাম তুরন, বখতিয়ার আহমদ ইমরান, মাহবুব আলম, সুহেল ইবনে রাজা, পাবেল রহমান, আল মামুন, সাহিন আলম জয়, আপ্তাব উদ্দিন, ছাত্রদল নেতা সুমেল আহমদ চৌধুরী, মাশরুর রাসেল, মুহিন আহমদ, আহাদ চৌধুরী শামিম, রাসেল আহমদ রানা, হেলোয়ার আহমদ ও জুমন আহমদ প্রমুখ।
শ্রদ্ধাঞ্জলী অর্পণ, কবর জিয়ারত ও দোয়া শেষে উপস্থিত দলীয় নেতাকর্মী ও গণমাধ্যম কর্মীদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন— সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী ও সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী।