লন্ডনে দেড় ঘণ্টা লিফটে আটকা ছিলেন মেয়র আরিফ!
সময় সিলেট ডেস্ক
যুক্তরাজ্য সফরে রয়েছেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। সফরকালে গত মঙ্গলবার (১০ মে) তিনি পূর্ব লন্ডনে একটি ভবনে লিফটের মধ্যে প্রায় দেড় ঘণ্টা আটকা পড়েন।
জানা গেছে— মঙ্গলবার বিকালে পূর্ব লন্ডনের এনটিভি অফিসে যান মেয়র আরিফ। তার সাথে আরও ৭ জন ছিলেন। ভবনের লিফট দিয়ে ওপরে ওঠার সময় হঠাৎ করে মাঝপথে বন্ধ হয়ে যায় সেটি।
আরিফ’সহ অন্যান্যরা তখন লিফটের মধ্যে আটকা পড়েন। প্রায় দেড় ঘণ্টা তাদেরকে সেখানে আটকা থাকতে হয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে তাদেরকে উদ্ধার করেন।
লিফটে আটকে পড়ার বিষয়টি নিশ্চিত করেছেন মেয়র আরিফ। তবে এ ঘটনায় তিনি ‘ভীত হননি’ বলেও জানিয়েছেন।
2