কানে ২ সিনেমার ট্রেইলার নিয়ে অনন্ত-বর্ষা
বিনোদন ডেস্ক
কান চলচ্চিত্র উৎসবের ৭৫তম আসর শুরু হয়েছে মঙ্গলবার। এবারের আয়োজনে বাংলাদেশ থেকে গিয়েছেন চিত্রনায়ক অনন্ত জলিল ও তার স্ত্রী চিত্রনায়িকা বর্ষা।
মঙ্গলবার দুপুরে অনন্ত জলিল গণমাধ্যমকে বলেন— এবারের কান উৎসবে আমাদের অভিনীত “দিন-দ্য ডে” ও “নেত্রী-দ্য লিডার” সিনেমা দুটির ট্রেইলার প্রদর্শন করা হবে। এটা আমাদের জন্য অনেক ভালোলাগার। দেশের জন্য এটা অনেক বড় সম্মানের।
‘কানে বিভিন্ন দেশের প্রযোজক ও সাংবাদিকদের সঙ্গে সাক্ষাত হবে। সিনেমা নিয়ে কথা হবে। অনেক কিছু জানবো ভাব বিনিময় হবে সিনেমা নিয়ে’ বলেন তিনি।
“দিন-দ্য ডে” সিনেমাটি আগামী কোরবানির ঈদে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। বাংলাদেশ ও ইরানের যৌথ প্রযোজনায় নির্মিত হয়েছে সিনেমাটি।
এটি পরিচালনা করছেন ইরানি নির্মাতা মুর্তজা অতাশ জমজম। সিনেমায় অনন্ত জলিল, বর্ষা ছাড়া আরও অভিনয় করেছেন ইরান ও লেবাননের অভিনেতারা।