এখন বিবাহিত তরুণীরাও অংশ নেবে ‘মিস ইউনিভার্সে’
বিনোদন ডেস্ক
দীর্ঘ ৭০ বছর ধরে ‘মিস ইউনিভার্স’ প্রতিযোগিতায় একটি নিয়ম বজায় ছিলো। সেটি হলো— কোনো বিবাহিত তরুণী এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন না। কিন্তু সেই নিয়ম ভেঙে এবার চমক দেখিয়েছেন প্রতিযোগিতার আয়োজকরা। এখন থেকে প্রতিযোগিতায় বিবাহিত তরুণীরাও অংশ নিতে পারবেন।
আগামী বছর ৭২তম মিস ইউনিভার্স প্রতিযোগিতা থেকেই বিবাহিত নারীরা অংশ নেওয়ার সুযোগ পাচ্ছেন। একইসাথে অন্তঃসত্ত্বা এবং সন্তানের মায়েরাও চাইলে নিজেকে মেলে ধরতে পারবেন সুন্দরীদের এই মঞ্চে।
মিস ইউনিভার্স কর্তৃপক্ষ একটি আন্তর্জাতিক পত্রিকাকে জানায়— সময়ের সঙ্গে সঙ্গে সব কিছুরই পরিবর্তন ঘটে। সময়ের সাথে তাল মিলিয়ে এটা খুবই স্বাভাবিক একটা সিদ্ধান্ত।
গোটা ফ্যাশন দুনিয়া মিস ইউনিভার্স এর এমন সিদ্ধান্তকে প্রশংসা জানিয়েছে।
সর্বশেষ ‘মিস ইউনিভার্স ২০২১’ হয়েছেন ভারতীয় সুন্দরী হারনাজ কৌর সান্ধু। এর মধ্য দিয়ে দীর্ঘ ২১ বছর পর ভারত পেল তার তৃতীয় মিস ইউনিভার্সকে। শেষবার ইজরায়েলে বসেছিল মিস ইউনিভার্সের আসর।